চলতি অর্থবছরের তুলনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সরকার ১ হাজার ৬১৪ কোটি টাকা বেশি কর আদায় করার লক্ষমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে। সেইসঙ্গে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সরকার বাড়তি লভ্যাংশ পাওয়ার আশা করছে। তবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছর বাড়তি ৪২টি প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে। এর মাধ্যমে লোকসানি প্রতিষ্ঠান থেকে লাভজনক করার লক্ষ্য নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার নির্ধারণ করেছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যার মধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হবে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। জাতীয় বাজেটের সঙ্গে সরকার রাষ্ট্রায়ত্ত ৯১টি প্রতিষ্ঠানের জন্যও আলাদা বাজেট তৈরি করে।
আগামী অর্থবছরে এই প্রতিষ্ঠানগুলোর জন্য সরকার কর্তৃক ব্যয় নির্ধারণ হতে যাচ্ছে ৪ লাখ ৩৪ হাজার ১৩০ কোটি টাকা। যা জাতীয় বাজেটের তুলনায় ১ লাখ ২৬ হাজার কোটি টাকা কম। এই ৯১টি প্রতিষ্ঠানের চলতি অর্থবছরের ব্যয় ৪ লাখ ৪০ হাজার ২৮৫ কোটি টাকা, যা সংশোধন করে করা হয়েছে ৪ লাখ ৬ হাজার ৭৭৮ কোটি টাকা।
বিশাল অংকের ব্যয় নির্ধারণ করা হলেও এই প্রতিষ্ঠানগুলোর আয়ের লক্ষ্য ৫ লাখ ৪ হাজার ৩৬০ কোটি টাকা। চলতি অর্থবছরে এই আয়ের পরিমাণ ৪ লাখ ৮৩ হাজার ১৭৩ কোটি টাকা নির্ধারণ করা হলেও তা সংশোধন করে ৪ লাখ ৭১ হাজার ৯১৬ কোটি নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর আয় থেকে চলতি অর্থবছর সরকার কর বাবদ আদায় করার লক্ষ্য নির্ধারণ করেছে ২৫ হাজার ২২২ কোটি টাকা। যা চলতি অর্থবছর লক্ষ্য ছিল ২৪ হাজার ২৬৬ কোটি টাকা; তবে সংশোধন করে তা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৬০৭ কোটি টাকা। এ হিসাবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ১ হাজার ৬১৪ কোটি টাকা বাড়তি কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিবছর ৪৯টি প্রতিষ্ঠানের জন্য বাজেট তৈরি করা হলেও আগামী অর্থবছর থেকে SABRE+ সফটওয়্যার মাধ্যমে ৯১টি প্রতিষ্ঠানের বাজেট দিতে যাচ্ছে সরকার। সূত্রটি জানিয়েছে, চলতি বছরের তুলনায় আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বেশি আয় করার পরিকল্পনা করা হচ্ছে।
আয় বাড়ার পাশাপাশি ব্যয় বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে। চলতি বছরের তুলনায় আগামী বছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যয় ২৮ হাজার কোটি টাকার মতো বাড়তে পারে। আয়ের থেকে ব্যয় বাদ দিয়ে আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে ৭০ হাজার কোটি টাকার মতো উদ্বৃত্ত থাকতে পারে।
এদিকে আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে ৫ লাখ ৪ হাজার ৩৬০ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে পরিচালন আয় ৪ লাখ ৫১ হাজার ৫৯৪ কোটি টাকা। আর অপরিচালন আয় ৫২ হাজার ৭৬৫ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ৭১ হাজার ৯১৬ কোটি টাকা। এর মধ্যে পরিচালন আয় ৪ লাখ ১৭ হাজার ৪৬০ কোটি টাকা এবং অপরিচালন আয় ৫৪ লাখ ৪৫৫ কোটি টাকা।
অর্থাৎ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে ৩২ হাজার ৪৪৪ কোটি আয় বেশ হওয়ার লক্ষ্যমাত্রা ধারা হতে পারে। মোট আয় বাড়লেও আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অপরিচালন আয় কমবে ১ হাজার ৬৯০ কোটি টাকা। অপরদিকে পরিচালন আয় বাড়বে ৩৪ হাজার ১৩৪ কোটি টাকা।
আয় বাড়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠনগুলোর ব্যয়ের পরিমাণও বাড়ানো হচ্ছে। আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৪ হাজার ১৩০ কোটি টাকা ধরা হতে পারে। এর মধ্যে পরিচালন ব্যয় ৪ লাখ ২৬ হাজার ৬৬৯ কোটি এবং অপরিচালন ব্যয় ৭৪ হাজার ৬০৫ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬ হাজার ৭৭৮ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৩ লাখ ৯৯ হাজার ৮২২ কোটি এবং অপরিচালন ব্যয় ৬ হাজার ৯৫৫ কোটি টাকা।
আয় থেকে ব্যয় বাদ দিয়ে আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে ৭০ হাজার ২৩০ কোটি টাকা উদ্বত্ত থাকবে বলে প্রত্যাশা করছে সরকার। বিপরীতে আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ৪০ হাজার ৮১ কোটি টাকা ধরা হচ্ছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বিনিয়োগ ধরা হয় ২৭ হাজার ১৭৯ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রায় দ্বিগুণ ধরা হচ্ছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে সরকারি কোষাগারে কি পরিমাণ অর্থ জমা হবে তারও একটি পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে সরকারি কোষাগারে ২৬ হাজার ৯০৪ কোটি টাকা জমা হবে বলে আশা করছে সরকার। এর মধ্যে উদ্বৃত্ত তহবিল থেকে ৬৫৮ কোটি টাকা পাওয়া যাবে। এ ছাড়া লভ্যাংশ বাবদ ১ হাজার ২৪ কোটিএবং কার বাবদ ২৫ হাজার ২২২ কোটি টাকা পাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে ২৫ হাজার ১৩৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হবে বলে লক্ষ্যামাত্রা ধরা হয়। এর মধ্যে উদ্বৃত্ত তহবিল থেকে ৫৭৬ কোটি টাকা, লভ্যাংশ বাবদ ৯৪৯ কোটি এবং কর বাবদ ২৩ হাজার ৬০৭ কোটি টাকা পাওয়ার লক্ষ্যামাত্রা ধরা হয়েছে।
আপনার মতামত লিখুন :