বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে গুগল পে। গুগলের ডিজিটাল ওয়ালেট ও পেমেন্ট সেবা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই এ সেবা চালু হতে পারে।
গুগল পে চালু হলে স্মার্টফোনই হয়ে উঠবে ব্যবহারকারীর ‘ডিজিটাল ওয়ালেট’। এনএফসি (NFC) সাপোর্টেড যেকোনো পিওএস টার্মিনালে ফোন ‘ট্যাপ’ করলেই মুহূর্তেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। ফলে আলাদা করে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন থাকবে না।
প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (BDT কারেন্সি) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন। এরপর অ্যান্ড্রয়েড ফোন দিয়েই যেকোনো এনএফসি-সাপোর্টেড টার্মিনালে লেনদেন করা যাবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্য ব্যাংকগুলোও যুক্ত হবে এই ডিজিটাল ব্যবস্থায়।
বাংলাদেশে এতদিন গুগল ওয়ালেটের জন্য উপযুক্ত ব্যাংকিং অবকাঠামোর ঘাটতির কারণে সেবা চালু করা সম্ভব হয়নি। তবে সময়ের সঙ্গে শহুরে ও প্রযুক্তি-সচেতন জনগোষ্ঠীর মধ্যে কন্টাক্টলেস পেমেন্টের চাহিদা বেড়েছে। এই উদ্যোগ দেশের ডিজিটাল লেনদেনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গুগল পে চালু হলে কেনাকাটা, বিমান যাত্রা, সিনেমা টিকিট- সব লেনদেন মোবাইল ফোনেই সম্ভব হবে। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্মার্ট।
ভারতে ইতিমধ্যেই গুগল পে বিপ্লব ঘটিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির ডিজিটাল লেনদেনের ৯৩% ইউপিআই-এর মাধ্যমে হয়েছে, যার ৫১% লেনদেনের মূল্য নিয়ন্ত্রণ করেছে গুগল পে।
সম্প্রতি পাকিস্তানেও ১২ মার্চ থেকে গুগল পে চালু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ায়ও এ সেবা জনপ্রিয়।
আপনার মতামত লিখুন :