পেশাদার ক্রিকেট খেলেছিলেন প্রায় চার বছর আগে। এরপর আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ করায় নিষিদ্ধ হয়েছিলেন। সেই ব্রেন্ডন টেইলর সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে ডাকা হয়েছে।
জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন দেশটির গণমাধ্যম ‘হেরাল্ড অনলাইনকে’ বলেছেন, ‘সে দ্বিতীয় টেস্টের জন্য অ্যাভেইলেবল।
আমি জানি, সে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে গত ৮ থেকে ১২ মাস কতটা পরিশ্রম করেছে। তাকে দলে ফিরে পেয়ে আমরা সবাই খুব রোমাঞ্চিত।
নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এবং দলের জন্য তিনি কীভাবে অবদান রাখেন- সেটা দেখার জন্য তর সইছে না।

জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটসম্যান টেইলর সতীর্থদের থেকে 'গার্ড অব অনার' পেয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
২০২২ সালের জানুয়ারিতে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেন। জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি লিগ চালুর কথা বলে তাকে ভারতে ডাকেন এক ব্যবসায়ী।
এরপর তাকে কোকেন খাইয়ে ও ১৫ হাজার ডলার দিয়ে ম্যাচ না পাতালে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন।

এক ভিডিওবার্তায় ৩৯ বছর বয়সী টেইলর নিজেই ওই ঘটনা স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। তবে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা আইসিসির দুর্নীতি দমক ইউনিটকে জানাতে দেরি করায় এবং মাদকবরোধী ধারা ভঙ্গ করায় তাকে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
এর আগে টেইলর ঘোষণা করেছিলেন যে, তিনি ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন