বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৬:৪৭ পিএম

মাটিরাঙ্গায় প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্য ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৬:৪৭ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান। ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান। ছবি- রূপালী বাংলাদেশ

সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’।

বুধবার (৩০ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় পর্যায়ের এ উদ্যোগ নেওয়া হয়।

‘মানবিক ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. পরাগ দে-র সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন—প্রফেসর ডা. আব্দুল মোত্তালিব, প্রফেসর ডা. শফিউল হাসান, বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. শামসুল এহ্সান মাকসুদ, ডা. তাইয়েবুর রহমান রয়েল, ডা. আরিফুজ্জামান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম, ডা. মো. আইয়াজ ইব্রাহিম, ডা. মো. আজম ইকবাল, ডা. মো. তানভীর হাসান এবং ডা. পরাগ দে।

 

মাটিরাঙ্গায় মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা। ছবি- রূপালী বাংলাদেশ

দুপুরে ক্যাম্প পরিদর্শনে গিয়ে দেখা গেছে, মাটিরাঙ্গার বিভিন্ন দুর্গম এলাকা থেকে শত শত রোগী এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা চিকিৎসাসেবা নিচ্ছেন। সেবাগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।

ডা. পরাগ দে বলেন, ‘আর্থিক সংকটে যারা মানসিক রোগের প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই এ ক্যাম্পের আয়োজন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিও আমাদের একটি প্রধান উদ্দেশ্য।’

সেবাপ্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। গুইমারা থেকে আসা মীর বাবলু বলেন, ‘মাটিরাঙ্গায় এ ধরনের বড় পরিসরে উদ্যোগ এবারই প্রথম। যারা ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তারা এখানে উপকৃত হয়েছেন।’

স্থানীয় বাসিন্দা মো. এনামুল হক বলেন, ‘দরিদ্র মানুষের কথা চিন্তা করে এ ধরনের কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, আমরা সেই অনুরোধ জানাই।’

Shera Lather
Link copied!