আগামীকাল বৃহস্পতিবার সব রাজনৈতিক দলের কাছে একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার ২২তম বৈঠক শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক রীয়াজ বলেন, ‘আজকের মধ্যে আমরা যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছেছি, তার একটি তালিকা প্রস্তুত করে পৌঁছে দেব। আশা করছি, আগামীকাল একটি সমন্বিত খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারব।’
বৈঠকে আলোচনার গতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে আলী রীয়াজ আরও বলেন, ‘আপনারা যেভাবে শুরু থেকে সহযোগিতা করে আসছেন সেভাবেই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি।’
তিনি জানান, ‘আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে কাজ করছি এবং আগামীকালের মধ্যেই আপনাদের অবহিত করতে পারব।’
সংসদে নারী প্রতিনিধিত্ব-সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে একটি লিখিত খসড়া আজকের বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর কাছে তুলে দেওয়া হবে।
প্রাথমিক পর্যায়ে সব দল মৌলিক অধিকার সম্প্রসারণের নীতিগত অবস্থানে একমত হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘তবে সংবিধানে কী ধরনের সংশোধন আসতে পারে সে বিষয়ে কিছু ভিন্নমত রয়ে গেছে। বিএনপির সুপারিশ ও আপত্তিগুলো কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে, যা আলোচনার গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব-সংক্রান্ত প্রস্তাব এখনো চূড়ান্ত না হলেও অন্য বিষয়গুলোয় দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা এগিয়ে চলছে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংসদে নারী প্রতিনিধিত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের বৈঠকের সূচিতে সাতটি আলোচ্য বিষয় ছিল:
১. সংসদে নারী প্রতিনিধিত্ব
২. সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগসংক্রান্ত বিধান
৩. রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংবিধান: অনুচ্ছেদ ৪৮(৩)
৪. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও ইলেকটোরাল কলেজ
৫. উচ্চকক্ষের গঠন ও এখতিয়ার
৬. মৌলিক অধিকার সম্প্রসারণ
৭. রাষ্ট্রের মূলনীতি

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন