দেশের বাজারে চালের অস্থিরতা কমাতে চার মাস পর ফের ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মোট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল এসেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, আরও কয়েকটি চালান ভারতের পেট্রাপোলে অপেক্ষমাণ রয়েছে। এগুলো দ্রুত ছাড়পত্র পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম দ্রুত কমতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা।
আমদানিকারকরা জানান, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি মেলে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে এলসি খুলেছে। নতুন চালান রোববার থেকে আরও প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তবে উচ্চ শুল্কহার বহাল থাকায় আমদানির পরিমাণ সীমিত থাকার শঙ্কা রয়েছে।
ব্যবসায়ীরা মনে করছেন, বাজারে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে। বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ‘চাল যাতে দ্রুত বাজারে পৌঁছায়, সে ব্যবস্থা আমরা নিয়েছি।’
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘চলতি বছরের এপ্রিলের ১৫ তারিখে সর্বশেষ চাল এসেছিল। দীর্ঘ বিরতির পর নতুন চাল আসায় বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।’
বেনাপোল উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, দ্রুত ছাড়পত্র নিশ্চিত করতে নমুনা পরীক্ষার কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্সের মালিক আব্দুস সামাদ বলেন, ‘আমাদের ৯টি ট্রাক কয়েকদিন ধরে আটকে ছিল। এখন প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক আসছে।’
অর্থবছরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে চাল আমদানির পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ২ হাজার ৫৮৪ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে যেখানে ২৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের চাল আমদানি হয়েছিল, এবার তা দাঁড়িয়েছে ৬৮২.৪ মিলিয়ন ডলারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন