রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফিচার ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০২:২৮ এএম

ফেসবুক পোস্ট ভাইরাল করার ১০টি গোপন উপায়

ফিচার ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০২:২৮ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফেসবুক এখন শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়—এটি ব্যবসা, ব্যক্তিগত ব্র্যান্ডিং, আর্টিকেল বা আইডিয়া ছড়িয়ে দেওয়ার এক বিশাল শক্তিশালী জায়গা। প্রতিদিন লাখো মানুষ পোস্ট দিলেও সব পোস্ট ভাইরাল হয় না। তবে কিছু বিশেষ কৌশল জানলে আপনার কনটেন্টও সহজেই মানুষের নিউজফিডে জায়গা করে নিতে পারে এবং ভাইরাল হতে পারে। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক পোস্ট ভাইরাল করার ১০টি গোপন উপায়—

১. আকর্ষণীয় হুক ব্যবহার করুন

পোস্টের প্রথম দুই লাইনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সাধারণত পুরো লেখাটা না পড়ে শুরুটা পড়ে সিদ্ধান্ত নেয় স্ক্রল করবে নাকি পড়বে। তাই এমন কিছু লিখুন যা মানুষকে থামিয়ে দেবে। যেমন—অবাক করা কোনো তথ্য, প্রশ্ন বা সাহসী কোনো বক্তব্য।

২. ভিজ্যুয়ালের শক্তি কাজে লাগান

শুধু টেক্সট লিখলে অনেকেই এড়িয়ে যায়। কিন্তু আকর্ষণীয় ছবি, ভিডিও বা ইনফোগ্রাফিক যুক্ত করলে সেটি চোখে পড়ে এবং শেয়ার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। গবেষণা বলছে—ভিজ্যুয়াল কনটেন্ট টেক্সট-ভিত্তিক কনটেন্টের চেয়ে প্রায় তিনগুণ বেশি এঙ্গেজমেন্ট পায়।

৩. ট্রেন্ড ধরুন

যা এখনকার সময়ের আলোচনার বিষয়, সেটাকে কাজে লাগান। ট্রেন্ডিং নিউজ, ভাইরাল চ্যালেঞ্জ, জনপ্রিয় মিম বা চলমান ইভেন্টকে নিজের পোস্টে যুক্ত করুন। এতে মানুষ পোস্টের সাথে দ্রুত কানেক্ট করবে এবং শেয়ার করার সম্ভাবনাও বাড়বে।

৪. মানুষকে আবেগকে ছুঁয়ে যান

যে পোস্ট মানুষকে হাসায়, কাঁদায়, অনুপ্রাণিত করে বা অবাক করে—সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ মানুষ শুধু তথ্য শেয়ার করে না, আবেগও শেয়ার করে। তাই আপনার পোস্টে এমন কিছু যুক্ত করুন যা আবেগ জাগায়।

৫. ছোট ও সহজে পড়া যায় এমন পোস্ট লিখুন

অনেকেই লম্বা লেখার কারণে মাঝপথে পোস্ট পড়া ছেড়ে দেয়। তাই জটিল শব্দ না ব্যবহার করে সহজ ভাষায়, ছোট বাক্যে পোস্ট লিখুন। চাইলে পয়েন্ট আকারে সাজাতে পারেন—এতে পড়তে আরও সহজ হবে।

৬. কল টু অ্যাকশন (সিটিএ) যোগ করুন

মানুষকে এঙ্গেজ করতে হলে তাদের কিছু করতে অনুরোধ করুন। যেমন— ‘আপনার মতামত জানান’, ‘বন্ধুকে ট্যাগ করুন’, ‘শেয়ার করতে ভুলবেন না’ ইত্যাদি। সিটিএ থাকলে মানুষ শুধু পড়ে চলে যাবে না বরং অংশও নেবে।

৭. সময় নির্বাচন করুন সঠিকভাবে

সঠিক সময়ে পোস্ট করলে সেটি বেশি মানুষের কাছে পৌঁছায়। সাধারণত সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত সময় ফেসবুকে সবচেয়ে বেশি মানুষ সক্রিয় থাকে। তবে আপনার অডিয়েন্স কবে বেশি সক্রিয়, সেটাও খেয়াল করুন।

৮. হ্যাশট্যাগ ও ট্যাগিং কাজে লাগান

প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্ট সহজেই আরও বড় পরিসরে পৌঁছে যায়। আবার বন্ধু বা ইনফ্লুয়েন্সারকে ট্যাগ করলে তাদের অডিয়েন্সও পোস্টটি দেখতে পারে। তবে অতিরিক্ত ব্যবহার না করে কৌশল করে ব্যবহার করতে হবে।

৯. কনটেস্ট বা গিভঅ্যাওয়ে আয়োজন করুন

মানুষ ফ্রি কিছু পেতে ভালোবাসে। আপনি চাইলে ছোটখাটো কনটেস্ট বা গিভঅ্যাওয়ে রাখতে পারেন। শর্ত দিন—লাইক, কমেন্ট বা শেয়ার করতে হবে। এতে এঙ্গেজমেন্ট বাড়বে এবং পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়বে।

১০. ধারাবাহিকতা বজায় রাখুন

একদিনের মধ্যে ভাইরাল হওয়ার আশা করা ঠিক নয়। নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করুন। আজ যদি ভাইরাল না-ও হয়, কাল বা পরশু কোনো পোস্ট হঠাৎ করেই ছড়িয়ে পড়তে পারে। ধারাবাহিকতা সবসময় ফল দেয়।

Link copied!