পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই সন্তানের জনক মো. সালাহ উদ্দিন নয়ন (৩৬) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মো. সালাহ উদ্দিন নয়ন আমবাগানের বাসিন্দা মৃত: মোসলেম মিয়ার ছেলে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বেলছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) মো. মিজানুর রহমান। সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতেই মাটিরাঙ্গা থানা পুলিশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহতের স্ত্রী রোজিনা বেগম গত কয়েক বছর যাবত গার্মেন্টস এ চাকরি করে। অন্যদিকে ৮ বছর ও চার বছর বয়সি দুই ছেলেকে নিয়ে আমবাগানের নিজ বাড়িতেই বসবাস করতেন মো. সালাহ উদ্দিন নয়ন।
সম্প্রতি স্ত্রী রোজিনা বেগম পরকীয়ায় জড়িয়ে পড়লে স্বামী নয়ন বিষয়টি জানতে পারে। এ রাগে-ক্ষোভে ও অভিমানে নিজ ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মো. সালাহ উদ্দিন নয়ন।
মাটিরাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। সকালে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতাল প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন