‘অন্ধজনে দেহ আলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম উচ্চবিদ্যালয় এবং মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) উপজেলার চান্দ্রা ও ঘারুয়া ২টি ইউনিয়নের প্রায় ৫ শতাধিক গরিব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এ সেবা দেওয়া হয়।
এ চক্ষু সেবা ক্যাম্পে নিয়োজিত ছিলেন বিশিষ্ট ৪ জন চক্ষু বিষেজ্ঞ ডাক্তার।
বেসরকারি চক্ষু সেবামূলক প্রতিষ্ঠান আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন ও বাংলাদেশ আই ট্রাষ্ট হসপিটালের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
চক্ষু ক্যাম্প উদ্বোধন শেষে স্থপতি মুজাহিদ বেগ আরও বলেন, ‘আমি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সন্তান। আমার পরিবার সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে। আমি অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। এ ছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছি, যাতে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা পেতে পারে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল মানুষের ও প্রান্তিক পর্যায়ের উন্নয়নে বিশদ ভূমিকা রাখতে সাধ্যমত কাজ করে যাচ্ছি। আমি নির্বাচিত হতে পারলে মানুষ ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো। এই কাজগুলো সব সময় চলমান থাকবে। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। এটা একটা বিরল ইতিহাস। যেহেতু নির্বাচন করব সেহেতু সেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আগামী ডিসেম্বরের মধ্য দুই থেকে তিন হাজার গরিব ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশন করে দিতে পারি, সেই ব্যবস্থা করব। যুব সমাজকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছি।’
উল্লেখ্য, শনিবার উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ৩০০ জন হতদরিদ্র রোগীকে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই করে অপারেশন সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন