ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আটক হওয়া ১৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কোতোয়ালি মডেল থানার পুলিশ এ্যাসল্ট মামলায় এই আসামিদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো আসামিরা হল- লিপি, মিতু, আলমগীর, সেলিম, খাইরুল ইসলাম হৃদয়, পারভেজ হোসাইন, খোকন, রুবেল মিয়া, আলম, মর্তুজা, পলাশ, আরিফ আলী, শরীফ মিয়া, সোহেল আলম, রুবেল মিয়া, আনিস, আলিফ মিয়া।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় আহত উপসহকারি পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৯ জন গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, স্থানীয় দুইটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাঁধা দেওয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করলে ২ পুলিশ সদস্য আহত হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন