ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন কুতুবউদ্দিন (৫৮)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার গোসামী দুর্গাপুর ইউনিয়নের সংকরদিয়া গ্রামের বাসিন্দা। এর আগে একাধিকবার একাই ঢাকা থেকে গ্রামে গিয়েছিলেন তিনি। তবে গত ১৮ আগস্ট গ্রামে পৌঁছাতে পারেননি।
তিন দিন ধরে খোঁজাখুঁজির পরও না পাওয়ায় কুতুবউদ্দিনের ছেলে অনিক মাহমুদ নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু এখনও তার কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সূত্রে জানা গেছে, কুতুবউদ্দিন মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত সোমবার দুটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না।
বাসা থেকে বের হওয়ার সময় তিনি বেগুনি রঙের টি-শার্ট ও নীল জিন্স পরেছিলেন। চোখে ছিল চশমা। চুল ও দাঁড়িতে মেহেদি দেওয়া লাল রঙ করা ছিল।
পরিবার জানিয়েছে, কেউ তাকে দেখে থাকলে বা খোঁজ জানলে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে ০১৬০০-১০৪৯৮০ এবং ০১৭৩২-৩৩২৯৮৭।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন