সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলে প্রতিটিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। গত ম্যাচে দুবাইয়ে বাংলাদেশের মেয়েরা ৩-০ গোলে হারায় স্বাগতিক আমিরাতকে। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের জন্য বাংলাদেশ আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর আগের ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধে আরেক গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা। আনুষ্ঠানিক ফল না এলেও বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী আলপী জোড়া ও প্রীতি ১ গোল করেছেন। বাংলাদেশ দল গতকাল সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডানে রওনা দেওয়ার কথা। ভিসা জটিলতায় অনূর্ধ্ব-১৭ দলের তিন কোচিং স্টাফ দুবাইয়ে যেতে পারেননি।
তারা সরাসরি জর্ডানে যাচ্ছেন। ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। অর্পিতা বিশ^াসদের এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। এ জন্য বাছাইপর্বের দুটি ম্যাচেই জিততে হবে তাদের। বাছাইপর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই জর্ডানে গেছেন মেয়েরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন