অবরুদ্ধ ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৮:০৮ পিএম

অবরুদ্ধ ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান

ছবি: ট্রপিক্যাল হোমস কোম্পানির চেয়ারম্যান ডা. রেজাউল করিম সান্নার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী

ট্রপিক্যাল হোমস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা. রেজাউল করিম সান্নারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সান্নার ভীষণ অসুস্থ্ এবং মৃত্যুর প্রহর গুনছেন তিনি। তাই দ্বিতীয় স্ত্রীকে সম্পদ থেকে বঞ্চিত করতে তাকে অবরুদ্ধ করেন স্বামীর কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

দ্বিতীয় স্ত্রী অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা স্বামীর প্রতিষ্ঠানের ডিএমডি ও ডিজিএমের বিরুদ্ধে ঢাকার শাহবাগ মডেল থানায় বুধবার (৮ অক্টোবর) এই অভিযোগ করেন।

অভিযোগপত্রে তিনি বলেন, ট্রপিক্যাল হোমসের ডিএমডি মো. নুরুল হুদা, ডিজিএম ফাহাদ-উর-রহমান সুহাস ও বগুড়া অফিসের ম্যানেজার সাজ্জাদুল আলম শাহিন তার স্বামীকে অবরুদ্ধ করেছেন। সম্পদের অংশীদার থেকে তাকে বঞ্চিত করতে তাকে জোরপূর্বক আলাদা করে রাখা হয়েছে। 
 

 


দ্বিতীয় স্ত্রী হিসেবে ফেরদৌসী আক্তার রুনা ও ডা. রেজাউল করিম সান্না ছয় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রেজাউল করিমের প্রথম স্ত্রী-সন্তান তাকে মেনে নেয়ায় তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। কিন্তু কাঁটা হয়ে দাঁড়িয়েছেন ট্রপিক্যাল হোমস লিমিটেডের ডিএমডি মো. নুরুল হুদা ও ম্যানেজার সাজ্জাদুল আলম শাহীন।

তার স্বামী অবরুদ্ধ, তিনি মৃত্যুর প্রহর গুনছেন। চেয়ারম্যান গত হলেই কোম্পানির সব সম্পদ তারা আত্মসাৎ করবেন বলে  অভিযোগ করেন অ্যাড. ফেরদৌসী আক্তার রুনা।

এর আগে নুরুল হুদা, শাহীন ও তার সহযোগীদের বিরুদ্ধে চলতি বছরের ২৭ মার্চ তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় বগুড়ায় একটি মামলা (জি আর ৩৭৭/২৪, সদর, বগুড়া) দায়ের করেন তিনি। 

এ ঘটনায় প্রধান উপদেষ্টা, স্বরাস্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনারসহ সরকারের উচ্চপর্যায়ের কয়েকটি দপ্তরে বিচার চেয়ে দরখাস্ত করেছেন রুনা।

আরবি/জেআই

Link copied!