তরুণদের স্ট্রোক ঝুঁকি কমাতে মাদক নির্মূলে শক্ত ভূমিকা রাখার দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
২৯ অক্টোবর ‘ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস আয়োজিত র্যা লি শেষে তিনি উপরোক্ত কথা বলেন। ‘বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস দিবসটি পালনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে জনসচেতনতামূলক র্যা লি র পরে মিল্টন হলে সংবাদ সম্মেলন অুনষ্ঠিত হয়। সেখানে স্ট্রোক প্রতিরোধ ও করণীয় নিয়ে নানান পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ডা. রুহুল কবির বিপ্লব। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদুল হক, সদস্য সচিব ডা. নুরুজ্জামান খান, ডা. সুজন শরীফসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা।
স্ট্রোক বা ব্রেন অ্যাটাক। মস্তিষ্কের রক্তনালি ছিঁড়ে কিংবা বন্ধ হয়ে দেখা দেয় ঘাতক ব্যাধিটি। বিশ্বে প্রতি বছর প্রায় দেড় কোটি মানুষ আক্রান্ত হন এ রোগে। অধিকাংশ রোগীরই দিতে হয় প্রাণ বিসর্জন। আবার কাউকে বেছে নিতে হয় পঙ্গুত্বের পথ। বাংলাদেশেও ক্রমশ বেড়ে চলেছে স্ট্রোক আক্রান্তের সংখ্যা। বাড়ছে কম বয়সী রোগীও। তবে মাদক সেবনে তরুণরা সবেচেয় বেশি স্ট্রোকের ঝুঁকিতে থাকেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :