জবি: চলমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ দফা আন্দোলনের পেক্ষিতে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, ১২ ব্যাচের তৌসিফ মাহমুদ সোহান ও ১৩ ব্যাচের এ কে এম রাকিব
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করাসহ শিক্ষার্থীদের ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গিয়েছে উপাচার্য সহ ২ শিক্ষার্থী।
চলমান ৫ দফা আন্দোলনে গতকাল ১১ নভেম্বর দুপুরে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি গণপদযাত্রা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করতে চাইলে, সচিব তাদের সাথে দেখা করতে অপারগতা প্রকাশ করে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং প্রায় ৫ ঘণ্টা সচিবালয় ঘেরাও করে রাখে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এবং সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী কার্যদিবস অর্থাৎ আজ শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ২ শিক্ষার্থী।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তাদের মধ্যে থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ২ শিক্ষার্থী তৌসিফ মাহমুদ সোহান ও এ কে এম রাকিব কে উপাচার্য এর সাথে শিক্ষা উপদেষ্টার কাছে যাওয়ার জন্য নির্বাচন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন