ঢাকা: ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষ আগামী ১৯ নভেম্বর থেকে কলেজ খোলার ঘোষণা দিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিন একাদশ শ্রেণির ক্লাস হবে, তবে সেমিস্টার পরীক্ষা হবে না। দ্বাদশ শ্রেণির ক্লাস ২০ নভেম্বর এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাস ২১ নভেম্বর থেকে শুরু হবে।
এই সিদ্ধান্তের আগের পরিস্থিতি ছিল, ২৮ অক্টোবর থেকে ছাত্ররা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। তারা অভিযোগ করেছিলেন, বৈধ অধ্যক্ষকে জোরপূর্বক সরিয়ে দিয়ে কাজী নেয়ামুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসে গেছেন। এরপর কলেজ কর্তৃপক্ষ ৪ নভেম্বর থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীদের আন্দোলনে যাওয়া ও অনিয়মের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয় পদক্ষেপ নিতে।
আপনার মতামত লিখুন :