ঢাকা: কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন দেশের ১৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিদ্যমান টেক-ননটেক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ননটেক ইনস্ট্রক্টরগণ (ইনস্ট্রাক্টর বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ ও রসায়ন) প্রতিবাদ কর্মসূচি পালন করেন। একইসাথে, ২২ আগস্ট সকাল ১০ টায় অধিদপ্তর ঘেরাও করে এবং এরপর ননটেক ইনস্ট্রক্টরগণ তাদের দাবীসমূহ প্রধান উপদেষ্টা; শিক্ষা উপদেষ্টা; সচিব, শিক্ষা মন্ত্রণালয়; ক্যাবিনেট সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের চেষ্টা করেন।
কর্মসূচি থেকে তারা জানান, ১৯৯৯ সাল থেকে শুরু করে ক্রমান্বয়ে ২০০১, ২০০৩, ২০০৪ সালে এবং ৩৮, ৪০, ৪১ বিসিএস ননক্যাডার থেকে ননটেক ইনস্ট্রাক্টরগণ চাকুরিতে যোগদান করে প্রায় ২৫ বছর একই পদে কর্মরত আছে। অথচ অন্যদিকে শুধু ডিপ্লোমা পাশ করে টেকনিক্যাল ইনস্ট্রাক্টরগণ ৬ষ্ঠ গ্রেড অর্থাৎ চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি লাভ করে। এবং তারাই আবার অধ্যক্ষ পদেও পদোন্নতি লাভ করে। অন্যদিকে ননটেক ইনস্ট্রাক্টরগণ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে চাকুরিতে প্রবেশ করলেও তাদের আজ পর্যন্ত কোনও পদোন্নতি নেই।
ইন্সট্রাক্টর (রসায়ন) লুৎফর রহমান বলেন, সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিদ্যমান টেক-ননটেক বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। যৌক্তিক ভাবে সকল বৈষম্যের সমাধান করতে হবে।
সীমাহীন এ বৈষম্যের বিরুদ্ধে ননটেক ইনস্ট্রাক্টরগণ আন্দোলনের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিদ্যমান বৈষম্য নিরসনের দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :