বছরের শেষ দিনে জনমনে নানা উচ্ছাস-উদ্দীপনা থাকে। একেক জন একেক ভাবে এই দিনটিকে উদযাপন করে থাকে। তবে এই উদযাপনের মধ্যে অনেকে আবার কিছু এমন কাণ্ড ঘটায় যা আইন পরিপন্থী কিংবা ঝুঁকিপূর্ণ।
আর সেজন্যই আগামী বছর থেকে বর্ষবরণ উৎসবের স্থান নির্দিষ্ট করে দেয়া হবে। এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই। এসময় থাার্টি ফার্স্ট নাইটে আতশবাজি না করার জন্য ঢাকাবাসির প্রতি অনুরোধও জানান তিনি।
তিনি আরও বলেন, এই দিনে সারা পৃথিবীতে নববর্ষে পটকা-আতশবাজি ফোটায়। তবে তারা নির্দিষ্ট স্থানে এই উৎসব করে। আগামী বছর থেকে আমরাও স্থান নির্দিষ্ট করে দিব।
তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে। ঢাকাবাসি তার আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন তিনি। সেই সঙ্গে পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক ভালো বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :