নারী সংস্কার কমিশন বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে এই বিক্ষোভ শুরু হয়। হেফাজতের ঢাকা মহানগর শাখার আয়োজনে নেতা-কর্মীরা অংশ নেন এ কর্মসূচিতে।
সমাবেশ শেষে একটি মিছিল বের করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
হেফাজতে ইসলামের দাবিগুলো হলো-
১।নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল।
২। শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা।
৩। হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার।
৪। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ‘গণহত্যা’ বন্ধ করা।