ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

তীব্র ক্ষুধায় প্রাণ হারালেন ২৯ ফিলিস্তিনি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ০৩:১০ পিএম
সমগ্র গাজায় তীব্র খাদ্যসংকট বিরাজ করছে। ছবি- দ্য ইকোনমিস্ট

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে ২৯ জন ফিলিস্তিনি খাদ্যের অভাবে প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন যাবত গাজায় কোনো ধরনের ত্রাণ ও খাদ্য সামগ্রী প্রবেশ করতে পারেনি। আর এতেই উপত্যকাজুড়ে মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখা দেয়। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেক নারী, শিশু এবং বৃদ্ধ রয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, দেইর আল বালাহ এলাকার আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু মানুষ আহত হন এবং তাদের আল-আকসা শহিদ হাসপাতালে নেওয়া হয়। 

আশরাফ আমরার তোলা ছবিতে দেখা গেছে, স্বজনেরা রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি মারা যাওয়া শিশু ও বৃদ্ধদের অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে অনাহারের কারণে। এই সংখ্যা দিন দিন বাড়ছে এবং বর্তমানে হাজার হাজার মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন।

অন্যদিকে, দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে চালানো ইসরাইলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন। এই হামলাগুলোকে হিজবুল্লাহর সঙ্গে ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হচ্ছে।

গাজায় সাত মাস ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ২২ হাজার ১৯৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস দাবি করেছে, প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে, কারণ বহু মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত বলে ধরে নেওয়া হয়েছে।

এই গভীর মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো দ্রুত যুদ্ধবিরতি ও জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।