ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বিএসটিআই ও আরএমসি সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০১:৪৮ এএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং রেজিয়া ম্যানেজমেন্ট কনসালটিং লিমিটেড (আরএমসি) দেশের খাদ্য নিরাপত্তা, মানসম্মত উৎপাদন এবং হালাল খাদ্যসম্পর্কিত কমিউনিটি উন্নয়ন কার্যক্রমকে আরও জোরদার করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিএসটিআই কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরণে উচ্চমান নিশ্চিতকরণ, মানসংক্রান্ত সচেতনতা বিস্তার এবং সংশ্লিষ্ট মূল্য শৃঙ্খলে সর্বোত্তম চর্চা প্রতিষ্ঠায় যৌথভাবে কাজের একটি কাঠামো নির্ধারিত হয়েছে। এই সহযোগিতা সুইসকন্ট্যাক্ট ও শেভরনের অর্থায়নে পরিচালিত ‘স্মাইল’ প্রকল্পের চলমান কার্যক্রমের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ, যা দক্ষতা উন্নয়ন ও টেকসই উৎপাদন পদ্ধতির মাধ্যমে জীবিকায়নের উন্নয়নে কাজ করছে।

চুক্তির আওতায় বিএসটিআই জাতীয় ও আন্তর্জাতিক মানদ-ের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে কারিগরি দিকনির্দেশনা, বিধানগত পরামর্শ এবং নীতিগত সহায়তা প্রদান করবে। আরএমসি মাঠপর্যায়ের বাস্তবায়ন, সমন্বয় এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে, যাতে সংশ্লিষ্ট কমিউনিটি ও উদ্যোগগুলোতে মানসম্মত ও মানদ--সমন্বিত পদ্ধতির ব্যাপক গ্রহণ ও প্রয়োগ নিশ্চিত করা যায়। পাশাপাশি আরএমসি তাদের বিস্তৃত শিল্প প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দক্ষতা উন্নয়ন ও আউটরিচ কার্যক্রমও পরিচালনা করবে।

উভয় প্রতিষ্ঠানই উল্লেখ করেছে, এ সহযোগিতা দেশে আরও নির্ভরযোগ্য, দায়িত্বশীল ও সুরক্ষিত খাদ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যে অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এই সমঝোতা স্মারকটি অনিবন্ধিত প্রকৃতির, যা ভবিষ্যতে প্রয়োজনীয় প্রকল্পভিত্তিক কার্যক্রম পৃথক চুক্তির মাধ্যমে বাস্তবায়নের জন্য উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অভিপ্রায়কে প্রতিফলিত করে।

চুক্তিতে স্বাক্ষর করেন বিএসটিআইর মহাপরিচালক এসএম ফেরদৌস আলম এবং রেজিয়া ম্যানেজমেন্ট কনসালটিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্মাইল’ প্রকল্পের ইমপ্লিমেন্টেশন ম্যানেজার আনিকা নূর (সুইসকন্ট্যাক্ট ও শেভরন প্রতিনিধিত্ব করে), আরএমসির পরিচালক এসএম রুদ্র রহমানসহ বিএসটিআই ও আরএমসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তি