ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ০৩:৩১ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় সাদিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) রাতে এ ‍দুর্ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টায় বছিলা ব্রিজে পেছন থেকে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। 

সাদিকুল ইসলাম অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন। তারা একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে সাদিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।