মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৪:০৫ এএম

রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৪:০৫ এএম

রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ

সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ।। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে। সোমবার (১২ মে) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আত্মগোপনে ছিলেন এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে। ধানমন্ডির স্টার কাবাব এলাকার পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মমতাজ বেগম একসময় মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে কয়েকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের রাজনৈতিক পালাবদলের পর তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান।

দুই মাসেরও বেশি সময় পর তিনি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে উপস্থিত হন, যেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে একটি গান গাইতে দেখা যায়। ভিডিওটিতে মমতাজ একটি মোবাইল ফোন হাতে নিয়ে গাইছিলেন, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?’

উল্লেখ্য, মমতাজ বেগমের বিরুদ্ধে আগেও একাধিক হত্যা মামলা দায়ের হয়। ২০২৩ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে এবং আরও ১০৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। এ মামলায় আরও ৫০০-৬০০ অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়।

এর আগে ১০ অক্টোবর আরও একটি হত্যা মামলায় মমতাজসহ ৯০ জনের নাম উল্লিখিত হয়, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!