নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর চৌধুরী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরিকুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম চালানো ও রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :