ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে অপহরণ, গ্রেপ্তার ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৮:১৪ পিএম
অপহরণকারী চক্রের সদস্য সুমি ও ইয়াসিন। ছবি - সংগৃহীত

আশুলিয়ায় ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে এক যুবককে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ হোসেন নামের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত থাকার অভিযোগে বুধবার জামগড়া এলাকা থেকে সুমাইয়া জান্নাত সুমি ও ইয়াসিন শেখকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার ( আশুলিয়া থানা পুলিশ তাদের রিমান্ডের আবেদন করেছে।

পুলিশ জানায়, ‘ট্যান ট্যান’ নামের একটি ডেটিং অ্যাপে পলাশ হোসেনের সঙ্গে সুমির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ২০ জুন রাতে জামগড়ায় সুমির সঙ্গে দেখা করতে যান পলাশ। সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিল অপহরণকারী চক্র। 

সুমি, ইয়াসিন এবং তাদের দলের অন্য সদস্যরা পলাশকে জোরপূর্বক একটি বাড়ির ছাদে নিয়ে যায়। তারা পলাশের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

পরে তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি আইফোন, মোটরসাইকেল এবং ব্যাংকের কার্ড ছিনিয়ে নেয়। অপহরণের পর পলাশকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় পলাশ হোসেন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সুমি ও ইয়াসিনকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।