রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের সঙ্গে অভিমান করে মো. আবু জাফর (৩২) নামের এক যুবক সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২ জুন) রাতের দিকে কামরাঙ্গীর চরের পশ্চিম বড় গ্রামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালের দিকে ওই যুবকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আবু জাফর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার মজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মৃত বাচ্চু মিয়া। সে পেশায় দর্জির কাজ করত বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান আসাদুজ্জামান রুবেল।
আপনার মতামত লিখুন :