রাজধানীর বসিলাতে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বসিলা হাই স্কুল প্রাঙ্গণে এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যেখানে মেডিসিন, সার্জিক্যাল, চর্ম ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক ৯ শতাধিক রোগীকে দিনব্যাপী চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়, যার মধ্যে অধিকাংশই শিশু, নারী ও বৃদ্ধ।
অসহায় মানুষের সেবায় তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। জননিরাপত্তা নিশ্চিতে কার্যকরী ভূমিকার পাশাপাশি এ রূপ কল্যাণমূলক কার্যক্রমে সেনাবাহিনীর সম্পৃক্ততা অব্যাহত থাকবে।