রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় মো. জীবন সরদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
নিহত জীবন সরদার মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের মো. বাবুল সরদারের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে খিলগাঁও এলাকায় ভাড়া থাকতেন এবং একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মীর (কেয়ারটেকার) কাজ করতেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই)রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাই ইমন সরকার বলেন, ‘আমার ভাই নির্মাণাধীন একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করত। পারিবারিক কলহের জেরে সে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা খিলগাঁও থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, কিন্তু ভাইয়ার আর বাঁচানো যায়নি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।