ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্ত

খোঁজ মিলল রাইসা মনির, তবে নিথর দেহে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১০:১৪ পিএম
রাইসা মনি (১১)। ছবি- রূপালী বাংলাদেশ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ থাকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি (১১) আর জীবিত নেই। 

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে নিহতের চাচা ইমদাদুল শেখ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ রাইসার মরদেহ শনাক্ত করেন তার বাবা।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‘রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর আমাদের মাঝে নেই। তার মরদেহ শনাক্ত করেছেন তার বাবা নিজেই।’

রাইসা তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার এক বড় বোন এবং এক ছোট ভাই রয়েছে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পরিবার।

ইমদাদুল শেখ আরও জানান, ‘মরদেহটি সিএমএইচ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ জানিয়েছে, নমুনা রাখার পর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে।’

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ হস্তান্তরের পর রাতেই রাইসাকে নিয়ে যাওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে। সেখানেই তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) সকালে উত্তরায় মাইলস্টোন স্কুলের কাছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৫ জন।