সাভারের আশুলিয়ায় উল্টো পথে চলা একটি লরিচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলতাফ হোসেন (৫০), নূরজাহান (২৪) ও তার শিশুসন্তান আব্দুল্লাহ (৪)। তারা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় থাকতেন। আহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ‘অটোরিকশাটি বাইপাইল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে উল্টো পথে বলিভদ্র এলাকায় যাচ্ছিল। বাইপাইল কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে পৌঁছালে একটি দ্রুতগতির লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আলতাফ হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা নূর জাহান বেগম ও তার শিশুসন্তানকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
পুলিশ আরও জানিয়েছে, ‘দুর্ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ, এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করার চেষ্টা করে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে।