ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ১০:১১ এএম
যানজটের শঙ্কা। ছবি- পুরোনো

রাজধানীর প্রগতি সরণিতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপন কাজ। এই প্রকল্পের কারণে রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার ও কাকলী পর্যন্ত সড়কের দুই পাশে যানজটের আশঙ্কা রয়েছে।

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‌‌‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন)’-এর আওতায় এই কাজ করা হচ্ছে। প্রকল্পের সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন–ই (নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পাইপলাইন স্থাপন কার্যক্রম আজ থেকে শুরু হবে।

ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার) ডিআই ও এইচডিপিই পাইপলাইন বসানো হবে।

কাজ চলাকালে রামপুরা ব্রিজ থেকে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্য পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পাশে ৩ মিটার করে দুই লেন বন্ধ থাকবে। তবে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে না, শুধু গতি কিছুটা মন্থর হতে পারে।

ঢাকা ওয়াসার পক্ষ থেকে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এ সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীরা যৌথভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ ও চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

ওয়াসার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কাজের সময় প্রগতি সরণিতে চলাচলরত যানবাহনগুলোকে নির্দেশিত লেন ও গতিসীমা মেনে চলতে হবে। পাইপলাইন স্থাপন কাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য সংস্থাটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।