ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

অক্টোবরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:৫৯ এএম
রেমিট্যান্স। ছবি- সংগৃহীত

গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স পাঠানো দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, এরপর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সৌদি আরব থেকে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা এককভাবে সর্বাধিক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ২৭ লাখ ৫০ হাজার ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।

তৃতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে পাঠানো হয়েছে ২৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ডলার।

এরপর মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কাতার, কুয়েত ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে এসেছে ২৭ কোটি ৯৯ লাখ ৯০ হাজার, ১৯ কোটি ২৩ লাখ ২০ হাজার, ১৬ কোটি ২০ লাখ ৬০ হাজার, ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার, ১২ কোটি ৬৮ লাখ ২০ হাজার, ১২ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ও ১০ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

অক্টোবর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

চলতি অর্থবছরের (জুলাই–অক্টোবর) প্রথম চার মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪ কোটি ৮৮ লাখ ডলার (১০.১৪ বিলিয়ন), যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৯৩ কোটি ৭১ লাখ ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।