ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০২:২১ এএম

পেঁয়াজের বাজারে শুরু হয়েছে ব্যাপক কারসাজি। ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজে দাম বেড়েছে অন্তত ৩০ টাকা। কোথাও কোথাও সেটা ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। 

সূত্রে জানা গেছে, পেঁয়াজ আমদানির অনুমোদন (আইপি) না দেওয়ায় পরিকল্পিতভাবে একটি অসাধু সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছে।

যদিও আমদানিকারকদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। 

এ সময় আমদানিকারকরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অক্টোবরের বৃষ্টিতে পেঁয়াজ রোপণে বিলম্ব হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে। এ অবস্থায় আইপি না দিলে দাম আরও বেড়ে যাবে।

কারওয়ানবাজারের ব্যবসায়ী শাহীন মিয়া বলেন, আমরা আড়ত থেকেই ১০০ টাকায় কিনছি। সরবরাহ কমে গেছে, তাই দাম লাফিয়ে বাড়ছে।

সূত্রে জানা গেছে, দেশি পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকলেও আমদানিকারকরা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন, যাতে ভারত থেকে আমদানির সুযোগ তৈরি হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বিপুলসংখ্যক আমদানিকারক আবেদন করলেও সরকার আইপি দিচ্ছে না। আইপি দিলে তিন-চার দিনের মধ্যে দাম ৫০ টাকায় নেমে আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পেঁয়াজ আমদানির আইপি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এ মুহূর্তে দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।