ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:৪২ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবনের চার তলা থেকে নিচে পড়ে মো. হাবিবুর রহমান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ১৭ নম্বর সেক্টরের রোড নং ৮/বি এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

নিহত হাবিবুরের সহকর্মী মো. ওয়াহিদুল ইসলাম জানান, উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৮/বি রোডের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় পিলারের রডের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওসেকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত হাবিবুরের গ্রামের বাড়ি রংপুরে। হাবিব রংপুর জেলার তারাগঞ্জ থানার আজিম উদ্দিনের পুত্র। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তারা দুই ভাই ও দুই বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।