ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

‘স্ত্রী ডিভোর্স’ দেওয়ায় অভিমানে নিজের জীবন দিলেন স্বামী

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:৪৯ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর শাজাহানপুর থানাধীন উত্তর শাজাহানপুরের একটি বাসা থেকে মো. সাজ্জাদ হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাজ্জাদ সিলেটের হবিগঞ্জ উপজেলার সোলায়মান মিয়ার ছেলে। উত্তর শাজাহানপুর  ৩১৮/ডি/৫  নম্বর বাসায় পরিবারের সাথে ভাড়া থাকতেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) এস এম রাশিদুল ইসলাম জানান, ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে। পরে আইনি প্রক্রিয়া শেষে  ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাশিদুল জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটাতে পারেন সাজ্জাদ। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সাজ্জাদের ভাই সাব্বির জানান, আমরা দুই ভাই চিনি এবং সয়াবিনের তেলের ব্যবসা করি। ২০২৩ সালে আমার ভাইয়ের সঙ্গে মেহজাবিন সিনহার নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের পরে একটি বাচ্চাও হয়। বাচ্চাটি মারা যাওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগে থাকে। গত দশদিন পূর্বে আমার ছোট ভাইয়ের সঙ্গে মেহজাবিনের ডিভোর্স হয়ে যায়। এ নিয়ে আমার ছোট ভাই মেহজাবিনকে অনেক বুঝায় তারপরও সে ডিভোর্স দিলে অভিমানে আমার ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।