ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাবি ছাত্রদলের পদ ফিরে পেলেন বহিষ্কৃত তিন নেতা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৩:৫৪ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো। ছবি- সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট ‘আংশিক পূর্ণাঙ্গ’ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এ কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। কমিটিতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত তিনজন নেতাকে পদ দেওয়া হয়েছে।

এ ছাড়াও একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। হল কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।

আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।

এ ছাড়াও কমিটিতে ২৫ জন সহ-সভাপতি হিসেবে রয়েছেন। সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। ২৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মাহমুদুল মিঠু। তিনি ছাড়াও ২৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক রয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন আর রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান পুলক, ছাত্রী বিষয়ক সম্পাদক  জান্নাতুল ফেরদৌসী, আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন। কমিটিতে বিভিন্ন পদে মোট ১১৩ জনকে বিভিন্ন দায়িত্ব হয়েছে।

হল কমিটি

দীর্ঘ বছর পরে রাবির ছাত্র হলগুলোতে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো ছাত্রী হলে কমিটি দেওয়া হয়নি। নতুন হল কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। নবগঠিত হল কমিটির শাহ মখদুম হল শাখার সভাপতি যুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হক।

এ ছাড়াও কমিটিতে ৪ জন সহ-সভাপতি, ২ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি আব্দুল্লাহ আল মোবারক, সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম। কমিটিতে ৩ জন সহ-সভাপতি, ১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

শের-ই বাংলা হল শাখার সভাপতি মারুফ হাসান জেমস, সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ। তা ছাড়া ১ জন সহ-সভাপতি, ২ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন কমিটিতে। বিজয়-২৪ হল শাখার সভাপতি গাজী ফেরদৌস হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাকিব। এ ছাড়াও কমিটিতে ২ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

মাদার বখশ হল শাখার সভাপতি কাজী তানভীর আহসান শাকির, সাধারণ সম্পাদক সাইক রহমান নির্জয়। কমিটিতে ২ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। শহীদ জিয়াউর রহমান হল শাখার সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক সাইমুন ইবনে অরন। এ ছাড়াও কমিটিতে ৫ জন সহ-সভাপতি, ৪ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

শহীদ হবিবুর রহমান হল শাখার সভাপতি হাবিবুল বাশার প্রিন্স, সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান। এ ছাড়াও কমিটিতে ৩ জন সহ-সভাপতি, ৪ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। মতিহার হল শাখার সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাত। এ ছাড়াও কমিটিতে ২ জন সহ-সভাপতি, ১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

সৈয়দ আমির আলী হল শাখার সভাপতি মেহেদী হাসান বিশ্বাস রাব্বি, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ সাগর। এ ছাড়াও কমিটিতে ২ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। নবাব আব্দুল লতিফ হল শাখার সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল হোসেন। এ ছাড়াও কমিটিতে একজন করে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন। শহীদ শামসুজ্জোহা হল শাখার সভাপতি মেহেদী হাসান ফুয়াদ, সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার।

এ ছাড়াও কমিটিতে একজন করে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

পদ ফিরে পেলেন বহিষ্কৃত-অব্যাহতিপ্রাপ্তরা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাবি শাখার সাবেক সদস্য ফারুক হোসেনের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এ ছাড়াও সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব এবং কর্মী হাসিবুল হাসানের পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে তাদের শাস্তি প্রত্যাহার করা হয়।

তিনজনই ৫ আগস্টের পর চাঁদাবাজির অভিযোগে শাস্তিপ্রাপ্ত হন। নবগঠিত কমিটিতে আহসান হাবিব ও ফারুক হোসেন সহ-সভাপতি হাসিব হাসান যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।