নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাজিল গ্রামে লাইনের গ্যাস বিস্ফোরণে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সালমা বেগম (৩২)ও তিশা আক্তার (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।
তিনি বলেন, আজ দুপুর ১ দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধী সালমা বেগম এবং তিশা আক্তার মারা গেছেন।
উল্লেখ্য, শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পরিবারের নয় জন দগ্ধ হলে তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।