রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের নিচে মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে মহাখালী মামা মার্কেটের সামনে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।
বনানী থানার ওসি রুবেল সারওয়ার বলেন, মহাখালী মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে।


