রাজধানীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারওয়ান বাজার রেলগেটের পাশে ঝুপড়ি ঘর ও মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবনের কক্ষে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে ঘটা দুই ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজার রেলগেটের পাশের ঝুপড়ি ঘরে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এর প্রায় ৪০ মিনিট পর, রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের দিলু রোডের একটি বহুতল ভবনের কক্ষেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট সেখানে যান এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন