ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০২:১৫ এএম
পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাই। ছবি- সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রকাশ্য রাস্তায় চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো হস্তক্ষেপ করেনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে ফুটপাতে অসংখ্য মানুষের মধ্যে এক ব্যক্তি সাদা শার্ট পরিহিত এক পথচারীর সামনে চাপাতি উঁচিয়ে দাঁড়ান। আতঙ্কিত পথচারী নিজের ব্যাগ ছুড়ে দেন ছিনতাইকারীর দিকে।

ছিনতাইকারী ডান হাতে ব্যাগটি কুড়িয়ে নেন এবং বাম হাতে চাপাতি ধরে নির্বিঘ্নে রাস্তায় থাকা সাধারণ মানুষ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত দুই পুলিশ সদস্যের সামনে দিয়ে হেঁটে চলে যান। ভিডিওটি ধারণ করা হয় একটি গাড়ির ভেতর থেকে।

ভিডিওতে আশপাশের এক ব্যক্তি বিস্মিত কণ্ঠে বলেন, ‘হাতে চাপাতি দেখি, পুলিশ কিছু কয় না!’

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। এটি ঘটেছে গতকাল রাত ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে। ভাইরাল হওয়া ভিডিওটি একজন সাধারণ পথচারী ধারণ করেছেন।’

তবে পুলিশের সামনে ঘটনাটি ঘটার পরও তারা কেন হস্তক্ষেপ করেনি, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘রাস্তায় যে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন, তাদের দৃষ্টি ছিল ট্রাফিক নিয়ন্ত্রণে। সেসময় গাড়ির চাপ ছিল অনেক বেশি। সেই অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ঘটে যায়।’

পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে শনাক্ত ও খুঁজে বের করার কাজ চলছে।