ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

খিলগাঁওয়ে এক ব্যক্তির মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:১৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজের ভবন। ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে মো. অলি উল্লাহ (৪০) নামে এক ব্যক্তির বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানার বালুরপাড় ৭৫ নং এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অলিউল্লার ছেলে মো. শাওন জানান, পারিবারিক বিষয় নিয়ে আমার স্ত্রীর সঙ্গে বাবার কথা কাটাকাটি হয়। পরে আমার বাবা ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে বাবা মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।