রাজধানীর গুলশান নিকেতনের বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসাইন।
তিনি জানান, নিকেতন বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা এখনো জানা যায়নি বলেও জানান ওই অফিসার।
আপনার মতামত লিখুন :