শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ১১:২৫ পিএম

ভারতের দৃঢ় জবাব শুরু হয়ে গেছে: জয়শঙ্কর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ১১:২৫ পিএম

ভারতের দৃঢ় জবাব শুরু হয়ে গেছে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি - সংগৃহীত

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কাজা ক্যালাস-এর সঙ্গে ফোনে কথা বলেন। 

জয়শঙ্কর রুবিওকে জানান, ‘‘ভারতের দৃঢ় জবাব শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি বাড়তে দেওয়া হবে না।’

উত্তেজনার মধ্যেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় শুক্রবার ভোরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরই মাঝে জম্মুর সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় বিএসএফ।

এক্স(সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে বিএসএফ জানায়, ‘৮ মে রাত ১১টার দিকে সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে।’

এদিকে বিভিন্ন প্রতিরক্ষা সূত্র থেকে জানা যায় যে পাঞ্জাবের পাঠানকোট সেক্টরে পাকিস্তানি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুলি করে ভূপাতিত করা হয়। যদিও সরকারি স্তরে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

একইসঙ্গে, জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে দুইটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। এই সময় ভারত ও পাকিস্তান সেনার মধ্যে ভারী গোলাবর্ষণ চলে।

হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ জানিয়েছে, পাকিস্তান একযোগে জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত জবাব দিয়ে পরিস্থিতি সামাল দেয়, কোনো প্রাণহানির খবর নেই।

এক্স-এ পোস্ট করে প্রতিরক্ষা বিভাগ জানায়, ‘জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে। ভারতের সশস্ত্র বাহিনী নিয়ম অনুযায়ী কার্যকরী ও কৌশলগত জবাব দেয়, হুমকি নষ্ট করে দেওয়া হয়।’

এই ঘটনাগুলোর সূত্রপাত ৭ মে চালানো ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে। ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিই ছিল এই হামলার লক্ষ্য।

এটি ২২ এপ্রিল পহেলগামে হওয়া ভয়াবহ জঙ্গি হামলার প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়, যাতে ২৮ জন নিরীহ নাগরিক নিহত হন।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে বলেন, ‘ভারত-পাকিস্তান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না, এটি মূলত আমেরিকার বিষয় নয়।’ 

তিনি জানান, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ নিয়ে উদ্বেগ থাকলেও যুক্তরাষ্ট্র চায় শান্তিপূর্ণভাবে এই উত্তেজনা প্রশমিত হোক।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমরা শুধু উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাতে পারি, কিন্তু বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব তাদের নিজস্ব বিষয়।’

রূপালী বাংলাদেশ

Link copied!