কুয়েতের ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে দেশটির পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি পরিচালিত এক অভিযানে তাকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এই চাঁদাবাজ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এক কর্মকর্তা জানান, কুয়েতে যত্রতত্র দোকান বসানো এবং সেসব দোকান থেকে বেআইনিভাবে চাঁদা আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে চাঁদাবাজি, ভীতি প্রদর্শন এবং বেআইনি অর্থ আদায়সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক বাংলাদেশিকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
পত্রিকাটি তাদের অনলাইন সংস্করণে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে গ্রেপ্তার ব্যক্তিকে চাঁদা আদায় করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ধরনের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কুয়েতে ফুটপাতে দোকান বসানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। তবে আইন অমান্য করে অনেক বিদেশি, বিশেষ করে ফুটপাত, মসজিদের সামনে, শহর এলাকার বিভিন্ন গলিতে অস্থায়ী দোকানের পসরা সাজিয়ে বসেন।
এসব অবৈধ দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই একটি চাঁদাবাজ চক্র সক্রিয় রয়েছে।
অভিযোগ রয়েছে, এই চক্রের সদস্যরা দোকানিদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। এমনকি কিছু প্রবাসী বাংলাদেশিও এই চক্রের সঙ্গে সম্পৃক্ত।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দেশটির তদন্ত বিভাগ এই চক্রের বিরুদ্ধে অভিযানে নামে এবং চক্রটির গতিবিধি ও তৎপরতা শনাক্ত করে।
আপনার মতামত লিখুন :