টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৭ জন নিহত
রূপালী বাংলাদেশ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৪:৪৯ এএম
ওকক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প মোচনীর গভীর পাহাড়ে বন্দুকযুদ্ধে ৭ জন নিহতের দাবি করেছে র্যাব। নিহতরা রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর সদস্য।
র্যাব জানায়, মধ্যরাতে মোচনী ও জাদিমোরা ক্যাম্প এলাকার একটি পাহাড়ে সন্ত্রাসী জকির বাহিনীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় তারা। এসময় র্যাব-সদস্যদের ওপর গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। র্যাব’ও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়।
রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে ৭ জন নিহতের দাবি করেছে র্যাব। বেশ কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছে।