ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

আ.লীগ নিয়ে হাসনাতের কড়া বার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৫, ১১:১৩ এএম
হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

শুক্রবার (২ মে)  নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন  তিনি ।

স্ট্যাটাসে হাসনাত  আব্দুল্লাহ লিখেন, যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।আজ বিকাল ৩ টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে’ শুক্রবার (২ মে) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এনসিপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হবে। জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে৷

এদিকে, এনসিপির এই কর্মসূচি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।’