ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ডিএসসিসি তেলকাণ্ডে ধরা, ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:০২ এএম
দুদক ও ডিএসসিসি-এর লোগো। ছবি- সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এ ভুয়া বিলের মাধ্যমে জ্বালানি তেলের খরচ দেখিয়ে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

রোববার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক অভিযানে এই অনিয়মের বিষয়টি উঠে আসে। অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে প্রতিষ্ঠানটির জ্বালানি খাতে অস্বাভাবিক ব্যয়ের তথ্য বিশ্লেষণ করা হয়।

দুদক সূত্র জানায়, গত এপ্রিল, মে ও জুন মাসে জ্বালানি তেল কেনার নামে ভুয়া বিল তৈরি করে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। যদিও এই সময়ে ৪০ দিন নগর ভবন বন্ধ ছিল এবং কোনো সরকারি কার্যক্রম পরিচালিত হয়নি, তবুও জ্বালানি খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই।

এক হিসাব অনুযায়ী, ডিএসসিসিতে প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হয়। বন্ধের সময়েও সেই ব্যয়ের ধারা অব্যাহত থাকায় ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ মেলে।

অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিল-ভাউচার, গাড়ির লগবুক, ফুয়েল কুপন ও অন্যান্য সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করেছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করা হয়।

দুদক জানিয়েছে, প্রাপ্ত নথিপত্র ও তথ্য পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ বিষয়ে এখনো ডিএসসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।