ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ব্যাংক থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে গুনতে হবে চার্জ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ১২:৫৯ এএম
ছবি- সংগৃহীত

দেশে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে ব্যাংক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মধ্যে আন্তঃলেনদেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, নগদ, রকেট) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা (পিএসপি) একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পিএসপি অ্যাকাউন্টে এবং বিপরীতমুখীভাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চার্জের হারও নির্ধারণ করেছে। প্রেরক ব্যাংক, পিএসপি এবং এমএফএস যথাক্রমে সর্বোচ্চ ০.১৫%, ০.২০% ও ০.৮৫% ফি আদায় করতে পারবে।

উদাহরণস্বরূপ, ব্যাংক থেকে মোবাইলে এক হাজার টাকা পাঠালে সর্বোচ্চ চার্জ হবে ১ টাকা ৫০ পয়সা, পিএসপি থেকে সর্বোচ্চ ২ টাকা, আর এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠালে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, অর্থ প্রেরণের আগে গ্রাহককে ফি সম্পর্কে জানানো হবে এবং তা প্রেরকের হিসাব থেকে কর্তন করা হবে। প্রাপকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই উদ্যোগ দেশের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথ আরও সুগম করবে। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই পদক্ষেপ ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বৃদ্ধি পাবে।