ঢাকা রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:১৮ পিএম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি- সংগৃহীত

চার থেকে পাঁচ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা বাজারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজের মজুত রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ উঠবে। তারপরও যদি আগামী চার-পাঁচ দিনের মধ্যে দাম না কমে তাহলে আমদানির অনুমোদন দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে সরকারের কাছে ২ হাজার ৮০০ আবেদন রয়েছে পেঁয়াজ আমদানির। এর দশ শতাংশ আমদানির অনুমোদন দেওয়া হলে দেশে পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। তবে দাম একেবারে কমে গিয়ে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার পর্যবেক্ষণ করছে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘হঠাৎ বৃষ্টি, মৌসুমের শেষ এবং মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার মতো কারণগুলোতে দাম কিছুটা বেড়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যেই বাজার স্থিতিশীল হবে। তবে যদি তা না হয়, আমদানির অনুমোদন দেয়া হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এখনই আমদানির অনুমতি দিলে বাজারে ধস নামবে, সেটা আমরা চাই না। চাই বাজার নিজস্ব গতিতে স্বাভাবিক হোক।’