চলতি ২০২৫-২৬ অর্থবছরে নভেম্বরের ৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এর আগে, গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স পাঠানো দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, এরপর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।


